প্রকাশিত: Fri, Mar 31, 2023 4:32 AM
আপডেট: Mon, Jan 26, 2026 11:32 PM

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, শামসুজ্জামান কারাগারে

মাসুদ আলম: প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, প্রতিবেদক শামসুজ্জামান শামস এবং একজন সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা আরও অন্যদের বিরুদ্ধে রমনা থানায় এ মামলা হয়েছে। বুধবার রাত ১১টায় অ্যাডভোকেট আবদুল মালেক মশিউর মালেক নামের এক ব্যক্তি বাদী হয়ে রমনা থানায় মামলাটি করেন। গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রথম আলোর অনলাইনে করা একটি প্রতিবেদনকে কেন্দ্র করে এ মামলা। 

এদিকে বাসা থেকে আটকের ৩০ ঘণ্টার বেশি সময় পর সাংবাদিক শামসুজ্জামানকে রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আনা হয়। পরে এ মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা মডেল থানার পরিদর্শক আবু আনছার। অপরদিকে মামলায় জামিন চেয়ে তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুপুর সাড়ে তিনটায় আদালত থেকে প্রিজন ভ্যানে করে  তাকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

মামলার এজাহারে বলা হয়েছে,  গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দৈনিক প্রথম আলোর অনলাইনে একটি ছবিসহ সংবাদ প্রকাশ করে। একই সঙ্গে সংবাদটি দৈনিক প্রথম আলো তাদের ফেসবুক পেজে শেয়ার করে। সংবাদটিতে দেখা যায়, একটি শিশু ফুল হাতে জাতীয় স্মৃতিসৌধের ফটকে দাঁড়িয়ে আছে। প্রতিবেদকের দাবি, ওই শিশুটির নাম জাকির হোসেন। পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়, শিশু জাকির হোসেন বলে- ‘পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কী করুম। বাজারে গেলে ঘাম ছুটে যায়। আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগবো। প্রথম আলো পরিকল্পিতভাবে মিথ্যা ও রাষ্ট্র বিরোধী প্রতিবেদন প্রকাশ করে। রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার অভিযোগ আনেন। অভিযুক্তরা আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ছড়িয়েছেন।

এর আগে একই ঘটনায় মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টায় সৈয়দ মো. গোলাম কিবরিয়া (৩৬) নামে এক যুবলীগ নেতা বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর তেজগাঁও থানা একটি মামলাটি করেন। এতে শামসুজ্জামানকে আসামি করা হয়।  তবে এ মামলায় পুলিশ কোনো আবেদন জমা হয়নি। এ মামলায় শামসুজ্জামান শামসকে বুধবার ভোরে তার সাভারের বাসা থেকে আটক করে সিআইডি।

এদিকে কাওরানবাজারে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব